Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনন্দনে সিক্ত স্মিথের ফেরার পথ

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রায় এক মাস পরে এসে নিরবতা ভাঙলেন বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞায় থাকা অজি অধিপতি স্টিভ স্মিথ। তবে সমর্থকদের ধন্যবাদ দিতে ভুলেন নি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সহধর্মীনির সঙ্গে ছবি দিয়ে সমর্থকদের বিশ্বাস অর্জনে কাজ করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন। বল টেম্পারিং সাগা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার পরপরই অন্তরালে চলে যান স্টিভ স্মিথ। এক মাস কেটে গেছে নিরবেই। পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ছবির পাশে ফিরে আসার কথাও বলেছেন তিনি। স্মিথ লেখেন, ‘অস্ট্রেলিয়ায় আমার বাসায় ফিরেছি, এটা অনেক বড় ব্যাপার। সবকিছু ঠিক করতে কিছুটা সময় আবার ফিরতে লগেছে। এখন ফিরে আসার সময় এসেছে।’
এই অন্তঃবর্তীকালীন সময়ে স্মিথের মেইল ও বাসার ঠিকানায় সমর্থকদের চিঠি এসে ভরে গিয়েছে বলে জানান তিনি। এতে আবেগ আপ্লুত স্মিথ জানান, ‘যত মেইল আর চিঠি পেয়েছি তা অবিশ্বাস্য। আমি আসলেই অনেক বেশি আনন্দিত এমন সমর্থনে। আমার মা, স্ত্রী ড্যানী ও সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ।’ সঙ্গে সমর্থকদের আশ্বাস দিয়েছেন ভালোভাবেই নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে আসবেন তিনি।
দু’দিন আগেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার। কোচের দায়িত্ব নিয়েই তিন নিষিদ্ধ খেলোয়াড় সর্ম্পকে ইতিবাচক কথা বললেন ল্যাঙ্গার, ‘নিষিদ্ধ তিন ক্রিকেটার-স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রফটের জন্য আমার দরজা খোলা রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ