Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান যুদ্ধে তিন দিক থেকে আটকা পড়েছে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাবুল ও কান্দাহারে সা¤প্রতিক ভয়াবহ আত্মঘাতী হামলায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই হামলার পর দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অব্যাহত ব্যর্থতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। সমালোচকরা বলছেন, ১৬ বছরের সঙ্ঘাতের পর যুক্তরাষ্ট্র এখানে তিন দিক থেকে বাধা পড়েছে- তারা যুদ্ধ জিততে পারবে না, থামাতে পারবে না এবং ছেড়ে যেতেও পারবে না। বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা বাড়ছে। আমেরিকান ও ন্যাটোর সেনা সমাগম বৃদ্ধিতে পরিস্থিতির কোনো হেরফেরও হচ্ছে না। জটিল নিরাপত্তা পরিস্থিতি জটিলতর হচ্ছে। সমস্যার একটি দিক হল- ইসলামিক স্টেট এবং তালেবানরা যেন প্রতিযোগিতায় নেমেছে, কারা বড় সন্ত্রাসী হিসেবে পরিচিতি পেতে পারে। সোমবার কাবুলের জোড়া হামলা এবং এর আগে এক ভোটার সেন্টারে হামলার দায় স্বীকার করেছে আইসিস। ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে হামলায় ৬০ জন নিহত হন। কিন্তু জানুয়ারিতে যে হামলাগুলো হয়েছে, সেগুলোতে জড়িত ছিল তালেবানরা। একটি ঘটনায় অ্যাম্বুলেন্স ভর্তি করে বোমা নিয়ে সেটার বিস্ফোরণ ঘটানো হয়, যেখানে মারা যায় প্রায় ১০০ জন। অন্য ঘটনায় কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়। গত সপ্তাহে তালেবানরা তাদের ২০১৮ সালের বসন্তকালীন হামলা শুরু করেছে। আরও বড় ধ্বংসযজ্ঞের হুমকি দিচ্ছে তারা। মার্কিন হিসাবমতে, সরকারি বাহিনী আফগানিস্তানের ৬০ শতাংশেরও কম জায়গা নিয়ন্ত্রণ করে। বাকি জায়গাগুলো নিয়ে তাদের সঙ্গে দ্ব›দ্ব চলছে, অথবা সেগুলো জঙ্গিদের নিয়ন্ত্রণে। আরেকটি সমস্যা হল- সন্ত্রাসীরা এখন বিশেষভাবে আফগানিস্তানের ভঙ্গুর, অপক্ব গণতন্ত্রকে লক্ষ্যবস্তু করেছে। বারবার তাই এখন সরকারের মন্ত্রী, অক্টোবরের পার্লামেন্টারি ও জেলা নির্বাচনের আয়োজকদের ওপর হামলা হচ্ছে। তা ছাড়া যে সব সাংবাদিক স্থানীয় ও পশ্চিমা মিডিয়ার হয়ে কাজ করছে, হামলা হচ্ছে তাদের ওপরও। ওয়েবসাইট।



 

Show all comments
  • এম. ফজলুল্লাহ্ ৪ মে, ২০১৮, ৩:৪৯ এএম says : 0
    বিশ্ব অশান্তির মুল কারণ যুক্তরাষ্ট্র
    Total Reply(0) Reply
  • ৪ মে, ২০১৮, ৭:৩৬ এএম says : 0
    কুকুর ধোলাই ছাড়া ইউরোপ , আমেরিকাকে দমানোর বিকল্প কোন রাস্তা নেই ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ