Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পার্টলি দ্বীপে চীনের ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরের তিনটি স্থানে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে চীন। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনবিসি। তবে রয়টার্স জানিয়েছে, খবরটি সঠিক হলে বিতর্কিত স্পার্টলি দ্বীপে এটাই হবে প্রথম চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনা। এই দ্বীপটির মালিকানা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম ও তাইওয়ানের বিরোধ রয়েছে। এই বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে কোনো জবাব পাওয়া যায়নি। খবরে বলা হয়েছে, গত ৩০ দিনে ফিয়েরি ক্রস রিফ, সুবি রিফ ও মিসচিফ রিফে চীন এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। স্পার্টলি দ্বীপে চীনের সামরিকায়নের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গোয়েন্দা সংশ্লিষ্ট বিষয়ে আমরা মন্তব্য করি না। স্পার্টলি দ্বীপে সামরিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তা একেবারেই রক্ষণাত্মক। নিজেদের ভূখÐে তারা যা ইচ্ছে করতে পারে। তবে দেশটি ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে কিছু বলেনি। সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ