নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বড় হারে ফুটসাল শুরু হলো বাংলাদেশের মেয়েদের। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মালয়েশিয়া ৭-১ গোলে ম্যাচ জিতে নিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে। প্রথমার্ধে বিজয়ীরা ৫-১ গোলে এগিয়ে ছিল। তখনই বোঝা গেছে বড় হারেই লাল-সবুজ মেয়েদের ফুটসালে অভিষেক হচ্ছে। শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশ তাদের সপ্তম গোলটি হজম করেছে ম্যাচের যোগকরা সময়ে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল নতুন অধ্যায়ের সূচনা করলেও ফুটসালের শুরু তাদের সুখকর হলো না। তবে কাল প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে পাঁচ গোল হজম করলেও বিরতির পর একের পর এক আক্রমণে মালয়েশিয়ান রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখেন সাবিনা-কৃষ্ণারা। ব্যবধান কমানোর লক্ষ্যে তারা মরিয়া হয়েই লড়েন। একাধিকবার মালয়েশিয়ার সীমানায় বল নিয়ে প্রবেশ করলেও দ্বিতীয় গোলের দেখা পাননি সাবিনারা। মূলত অভিজ্ঞতার কাছেই মার খেয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রæপে। এই গ্রæপে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। আজ ভিয়েতনামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজরা। গ্রæপ পর্বে তাদের শেষ ম্যাচ ৬ মে। এ ম্যাচে চাইনিজ তাইপের মোকাবেলা করবে বাংলাদেশ।
ফাইভ-এ সাইড এই টুর্নামেন্টে এশিয়ার ১৫ দেশ চার গ্রæপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রæপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের ১৪ সদস্যের দলে কেবলমাত্র জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনেরই অভিজ্ঞতা রয়েছে ফুটসালে খেলার। তিনি ২০১৬ সালে মালদ্বীপের ঘরোয়া ফুটসালে খেলেছেন। বাকিদের এটাই প্রথম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।