নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার বোলিং অ্যাকশনকে আবার বৈধতা দিয়েছে আইসিসি। এই অ্যাকশন নিয়ে তিনবার নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। সবশেষ হয়েছেন গত অক্টোবরে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলার পর এমন দুঃসংবাদ শুনেন। পরবর্তী পদক্ষেপ অনুযায়ী অ্যাকশনের ওপর কাজ করেন কয়েকমাস। লাফবোরো ইউনিভার্সিটিতে ফের এই অ্যাকশনের যাবতীয় পরীক্ষা করার পর তাকে বোলিং করার অনুমতি দিয়েছে আইসিসি। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, হাফিজের পরিবর্তিত অ্যাকশন ও তার পুনঃপরীক্ষায় দেখা গেছে তার অ্যাকশন বৈধ। তাই এই অফ স্পিনার এখন থেকে বোলিং করতে পারবেন।
হাফিজের নিষেধাজ্ঞার অতীতটা অনেক বড়। ১৩ বছর ধরেই এই অবৈধ-বৈধ তকমা জুড়েছে তার বোলিং অ্যাকশনে। প্রথমবার হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে, ২০০৫ সালে। তখন নিয়ম ভিন্ন থাকায় দ্রæতই ফিরে যান ক্রিকেটে। তবে ২০১৪ সালে নতুন নিয়মে আবার রিপোর্টেড হন দু’বার। নিয়ম অনুযায়ী ১২ মাস নিষিদ্ধ থাকেন বোলিংয়ে। তাই নতুন করে বোলিংয়ে ফিরতে পারায় এই সুখবর পাকিস্তান শিবিরে বড় প্রভাবক হিসেবেই কাজে দেবে।
শেফালি-শ্রীনার হ্যাটট্রিকে বড় জয় খুলনার
স্পোর্টস রিপোর্টার : জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে শ্রীনা ও শেফালির দুই হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে খুলনা জেলা। গতকাল কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে শ্রীনার হ্যাটট্রিকসহ পাঁচ গোল এবং শেফালির হ্যাটট্রিকের সুবাদে খুলনা ১৪-০ গোলে বিধ্বস্ত করে ল²ীপুরকে। শ্রীনা ও শেফালি ছাড়াও বিজয়ী দলের পক্ষে কুরাশিয়া ও নাসরিন দু’টি করে এবং তামান্না ও সোহানা একটি করে গোল করেন। এছাড়া রংপুর ও ময়মনসিংহের মধ্যকার দিনের অন্য ম্যাচটি গোলশূণ্য ড্র হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।