Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান বডিবিল্ডিং নিয়ে অভিযোগ

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : মঙ্গোলিয়ার উলানবাটরে ২৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হলো এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ। এ আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অভিযোগ উঠেছে। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে তিনজন বডিবিল্ডারের অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত একজন। তিনি হলেন- আতিকুর রহমান শিমুল। অভিযোগ রয়েছে, চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য তিনজন বডিবিল্ডার ও দু’জন কর্মকর্তার সরকারী আদেশ (জিও) করালেও বাংলাদেশ অ্যামেচার বডিবিল্ডিং ফেডারেশন পাঠিয়েছে কেবল একজন বডিবিল্ডার ও দু’জন কর্মকর্তাকে। আর এ সফরের জন্য চার লাখ টাকা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অভিযোগে আরও জানা যায়, যেতে না পারা দুই বডিবিল্ডার নাজমুস সাকিব ভুঁইয়া ও সুমন চন্দ্র দাস দু’জনেই মিস্টার বাংলাদেশ খেতাবধারী এবং দু’জনেই ভারতে অনুষ্ঠিত অ্যামেচার অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন। তাহলে কেন তাদের মঙ্গোলিয়ায় পাঠানো হলো না? এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যামেচার বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম বলেন, ‘অ্যামেচার অলিম্পিয়াড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া দু’জনেই ভালোমানের বডিবিল্ডার। নাজমুস সাকিব চতুর্থ এবং সুমন দাস নবম হয়েছিলেন। কিন্তু মঙ্গোলিয়াতে যেতে তারা অপারগতা প্রকাশ করায় তাদের পাঠানো হয়নি। এ দু’জনের বক্তব্য ছিল, এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে অন্তত দু’মাস প্রস্তুতির দরকার। তাদের সেই প্রস্তুতি ছিল না বলেই তারা যেতে অসম্মতি জানান। যে কারণে আমরা কেবল আতিককে নিয়ে যেতেই বাধ্য হই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ