Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের ডিএনএতেই চ্যাম্পিয়ন্স লিগ!

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১২টি শিরোপা রিয়াল মাদ্রিদের। গত পাঁচ বছরেই জিতেছে তিনটিই। সর্বশেষ দুটিতে শিরোপা জিতে এবার আছে হ্যাটট্রিকের সামনে। এবারও ফাইনালে উঠার পর কোচ জিনেদিন জিদান বলছেন ইউরোপের ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টটি নাকি রিয়ালের ডিএনএনেই আছে।
রিয়ালের হয়ে খেলোয়াড়ি জীবনে তো জিতেছেনই। কোচের ভূমিকাতেও জিদান ক্লাবকে দিচ্ছেন বড় টুর্নামেন্টের সাফল্য। ফাইনাল নিশ্চিত হবার পর টুর্নামেন্টটিতে রিয়ালের সাফল্য যে কত উঁচুতে তা আবার বুঝিয়ে দিয়েছেন জিদান, ‘চ্যাম্পিয়ন্স লিগ তো রিয়ালের ডিএনএতেই আছে। আমরা কখনোই হাল ছাড়ি না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাই। আজ (গেলপরশু) রাতে বায়ার্নের বিপক্ষে আমরা যা করেছি, যেভাবে খেলেছি, চ্যাম্পিয়ন্স লিগে সেভাবেই আমরা খেলি।’
রিয়ালকে ফাইনালে তোলার দিন জোড়া গোল করেন ফরোয়ার্ড করিম বেনজেমা। অনেকদিন থেকে গোল না পাওয়া এই তারকাকে স¤প্রতি গালমন্দ শুনতে হচ্ছিল। তাকে টানা খেলিয়ে যাওয়ায় সমালোচিত হচ্ছিলেন জিদানও। বেঞ্জামার পিঠে হাত রেখে যে ভুল করেননি জানিয়েছেন জিদান, ‘গোল তার প্রাপ্য। সে কঠোর পরিশ্রমী। তা ছাড়া সে সব সময়ই দলের জন্য নিজের সামর্থ্যরে পুরোটা ঢেলে দেয়। সে আমাদের দলের জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ