Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলিস্তান থেকে তেজগাঁও পুরাতন বিমান বন্দর পর্যন্ত রাস্তা বন্ধ : ভয়াবহ যানজটের কবলে রাজধানীবাসী

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভয়াবহ যানজটের কবলে রাজধানীবাসী। আজ রোববার বেলা ১২টার পর থেকে দেড়টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা হাজার হাজার যানবাহন আটকা পড়ে ফার্মগেট থেকে মহাখালী-বনানী হয়ে একেবারে খিলক্ষেত পর্যন্ত। ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়, মহামান্য প্রেসিডেন্টের মুভমেন্টকে কেন্দ্র করে গুলিস্তান থেকে শাহবাগ হয়ে ফার্মগেট-তেজগাঁও পুরাতন বিমান বন্দর পর্যন্ত রাস্তা বন্ধ ছিল। এতে করে একদিকে বাংলামোটর হয়ে মগবাজার, মালিবাগ, কাকরাইল, পান্থপথ, গ্রিন রোড, অন্যদিকে তেজগাঁও সাত রাস্তা হয়ে মহাখালী-বনানী-বিশ্বরোড পর্যন্ত হাজার হাজার যানবাহন আটকা পড়ে যানজট ভয়াবহ আকার ধারণ করে। সাপ্তাহিক ছুটি শেষে কর্মদিবসের প্রথমার্ধের এই যানজটে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়, মহামান্য প্রেসিডেন্ট হেলিকপ্টারে ওঠার পর বেলা সোয়া ১টার দিকে রাস্তাগুলো ছেড়ে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ