মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্ট এড়ানোর চেষ্টা করছেন বলে ক্ষমতাসীন রিপাবলিকান দলের একটি সূত্র জানিয়েছে। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিরোধী ডেমোক্র্যাট দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে মনে করা হচ্ছে। এ প্রেক্ষাপটে ট্রাম্প ইমপিচমেন্ট এড়ানোর প্রচেষ্টা জোরদার করেছেন। সূত্র বলছে, যদি ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার পদক্ষেপ নেবে। এছাড়া, ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে তদন্ত করারও উদ্যোগ নেয়া হতে পারে। মার্কিন দৈনিক ‘দ্যা হিল’কে সূত্রটি বলেছে, ইমপিচ নিয়ে পুরো হোয়াইট হাউজ খানিকটা উদ্বিগ্ন এবং বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছে। ধারণা করা হচ্ছে- বিষয়টিকে সামনে রেখে আগামী আগস্টের ছুটির পর প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রচেষ্টা আরো জোরদার করবেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদের সদস্য ম্যাক্সাইন ওয়াটার বলেন, তার দলের ৭০ ভাগ আইনপ্রণেতা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করতে চান। বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছেন এবং গত শনিবার মিশিগানের এক সমাবেশে তিনি তা উল্লেখও করেছেন। ট্রাম্প বলেছেন, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকান দলের হাতেই রাখতে হবে। এজন্য তিনি দলের কোনো কোনো নেতাকে বিশেষ নির্দেশনা ও দায়িত্ব দিয়েছেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।