Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা সঙ্কটের সুষ্ঠু তদন্তের জন্য মিয়ানমারকে আহŸান জাতিসংঘের

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্যারেন পিয়ার্স বলেছেন, রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাÐের বিষয়ে অবশ্যই সুষ্ঠু তদন্ত করতে হবে মিয়ানমারকে। গত মঙ্গলবার এই সংকটের মূল উদঘাটন করার আহŸান জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, চারদিনের সফর শেষে সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধি দলের হয়ে এসব কথা বলেন ক্যারেন পিয়ার্স। তিনি বলেন, ‘দায়ীদের শাস্তি দিতে অবশ্যই সুষ্ঠু তদন্ত প্রয়োজন। স্থানীয় হোক কিংবা আন্তর্জাতিক দোষীদের শাস্তি পেতেই হবে।’ এই তদন্ত মিয়ানমার কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে হতে পারে বলেও জানান তিনি। তবে এই প্রক্রিয়ায় নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের একাগ্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বার্মা হিউমান রাইটস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কিয়াও উইন বলেন, ‘দোষীদের দায়ী করা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে দুর্ভাগ্যজনকভাবে নিরাপত্তা পরিষদ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এটি প্রয়োগ করতে অনিচ্ছুক।’ তিনি বলেন, ‘দোষীদের খুঁজে বের না করায় এটি তাদের ভুল বার্তা দিচ্ছে। তারা বুঝতে পারছে যে অন্যায় করেও পার পাওয়া যাবে।’ গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত। রয়টার্স, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ