মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কেনিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। গত মঙ্গলবার এক প্রতিবদনে এসব তথ্য জানায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস। রেডক্রস জানায়, বন্যাক্রান্ত পরিবারগুলোকে গারিসা ও তানা নদী এলাকার নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে জরুরি পানি সরবরাহ করা হচ্ছে তাদের। প্রতি ঘণ্টায় আমাদের ৪ হাজার লিটার পানি সরবরাহ করতে হচ্ছে। মার্চ থেকে কেনিয়ায় বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। তানা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভূমিধসের কারণে প্রাণ হারাতে হচ্ছে অনেককে। গত এক মাসে গৃহহারা হয়ে গেছে বিপুল সংখ্যক মানুষ। জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক দফতর জানায়, অন্তত ৮ হাজার ৪৫০ একর জমি পানির নিচে তলিয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া গাছপালা ও সহায় সম্পদের প্রচুর ক্ষতি হয়। তবে শেষের দিকে অধিকাংশই মৃত্যুর ঘটনায় ভূমিধসের কারণে বলে জানা গেছে। ভূমিধস থেকে রেহাই পেতে স্থানীয় স¤প্রদায়কে নিরাপদ জায়গা সরে যেতে নির্দেশ দিলেও এ দুর্ঘটনা এড়াতে পারেনি অঞ্চলটি। জাতিসংঘ জানিয়েছে, নদী ভাঙ্গন ও বন্যার কারণে ইতিমধ্যে অন্তত সাড়ে আট হাজার কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।