Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞার কারণে প্রতিরক্ষা ব্যয় হ্রাসে বাধ্য হলো রাশিয়া : জরিপ

সামরিক ব্যয় কমাচ্ছে রাশিয়া, অভিযানে প্রভাব পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার সামরিক ব্যয় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো ২০১৭ সালে অনেক হ্রাস পেয়েছে। মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে সরকারি কোষাগারে ঘাটতি দেখা দেয়ায় এ ব্যয় হ্রাস করা হয়। এক জরিপ থেকে গতকাল বুধবার এ তথ্য জানা গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানায়, মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত বছর রাশিয়ার সামরিক ব্যয় ছিল ৬৬.৩ বিলিয়ন ডলার। পূর্ববর্তী ২০১৬ সালের তুলনায় এ ব্যয় ২০ শতাংশ কম। খবরে বলা হয়, ব্যাপক আর্থিক সংকটের মুখে মস্কো এর আগে ১৯৯৮ সালে তাদের দেশের সামরিক ব্যয় হ্রাস করে। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের অন্তর্ভূক্তি প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অবরোধ আরোপের কথা উল্লেখ করে এসআইপিআরআই’র সিনিয়র গবেষক সিমন ওয়েজমান বলেন, ‘রাশিয়া সামরিক বাহিনীর আধুনিকায়নের বিষয়ে অগ্রাধিকার দেওয়া বজায় রাখলেও আর্থিক সমস্যার কারণে সামরিক বাজেট কাটছাট করছে। ২০১৪ সাল থেকে দেশটি এই সংকট মোকাবেলা করছে। অপর এক খবরে বলা হয়, গত বছর বৈশ্বিক সামরিক ব্যয় এক শতাংশ বাড়লেও বিগত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো নিজেদের সামরিক ব্যয় গত বছরের তুলনায় ২০ শতাংশ কমিয়েছে রাশিয়া। গত বুধবার সুইডেনভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম পিস রিচার্স ইনস্টিটিউট (সিপরি) জানিয়েছে গত বছর দেশটি সামরিক ব্যয় কমিয়েছে ৬ হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। একই সময়ে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়েছে এক লাখ ৭৩ হাজার নয়শো কোটি মার্কিন ডলার। বিশেষজ্ঞদের ধারণা, ব্যয় কমানোর সরাসরি প্রভাব পড়বে দেশটির সামরিক সরঞ্জাম আহরণ ও অভিযানের ওপর। রয়টার্স এসব খবর জানিয়েছে। সামরিক ব্যয় সঙ্কোচন করে সামাজিক অবকাঠামোয় বিনিয়োগ বাড়াচ্ছে রাশিয়া১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা গ্রহণের পর এবারই প্রথমবারের মতো সামরিক ব্যয় কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ