Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাজমহলের রং পরিবর্তন ঠেকাতে আদালতের নির্দেশ

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তাজমহলের উদ্বেগজনক রং পরিবর্তন ঠেকাতে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশনা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। পরিবেশবাদীদের দেয়া স্থাপনাটির নানান আলোকচিত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে বিচারক মদন লোকুর ও দীপক গুপ্ত গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারকে এ নির্দেশনা দেন বলে বিবিসি জানিয়েছে। আদালত বলেছে, সাদা মার্বেল ও অন্যান্য উপাদানে তৈরি সপ্তদশ শতকের বিখ্যাত এ সমাধিটির রং হলুদ হয়ে গিয়েছিল, আর এখন বাদামি ও সবুজ হয়ে যাচ্ছে। সরকারের উদ্দেশ্যে বিচারকদ্বয় বলেছেন, যদি আপনাদের বিশেষজ্ঞ থেকেও থাকে, তাহলেও আপনারা তাদের ব্যবহার করছেন না, অথবা আপনারা একে মোটেও গুরুত্ব দিচ্ছেন না। দূষণ, নির্মাণ শিল্প ও কীটপতঙ্গের বিষ্ঠা এই রং বদলের কারণগুলোর মধ্যে অন্যতম হতে পারে বলে বলা হয়েছে। রং বদল ঠেকাতে ভারত সরকার এর আগে তাজমহলের কাছাকাছি হাজারেরও বেশি কারখানা বন্ধ করে দিয়েছিল; এরপরও অবস্থার পরিবর্তন হয়নি। তাজমহলের সাদা মার্বেল দিন দিন ঔজ্জ্বল্য হারাচ্ছে বলে দাবি পরিবেশবাদীদের। এদিকে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আগ্রার তাজমহলকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার জন্য নরেন্দ্র মোদির সরকার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন অ্যাক্টিভিস্টরা। স¤প্রতি ভারত সরকার ঐতিহাসিক স্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি প্রকল্প চালু করেছে। বিবিসি, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ