রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা
কিশোরীকে ধর্ষণের দায়ে ধর্ষক নয়ন মিয়াকে (২৭) যাবজ্জীবন ও অপহরণের দায়ে ১৪ বছরের পৃথক কারাদ- দিয়েছে আদালত। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম গত মঙ্গলবার বিকাল ৫টায় এ রায় প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দরিয়াবক্স গ্রামের ইউসুফ আলীর বখাটে ছেলে নয়ন মিয়া পার্শ্ববর্তী মোস্তফাপুর গ্রামের দশম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার আসার পথে প্রায়শই প্রেম নিবেদন করে আসছিল। ছাত্রীটি প্রেম নিবেদনে সাড়া না দেয়ায় বখাটে নয়ন ক্ষিপ্ত হয়ে বিগত ২০০৩ সালের ৭ জানুয়ারি তাকে অপহরণ করে বিভিন্ন স্থানে দীর্ঘ এক মাস আটকে রেখে ধর্ষণ করে। পরে সে কৌশলে পালিয়ে এসে নিজেই বাদী হয়ে আটপাড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামী নয়নের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ বিচারক ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আসামী নয়ন মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবন ও অপহরণের দায়ে ১৪ বছরের কারাদ-, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।