Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার অনুমোদন দিতে পারে কমিশন : ১৪ মে চুক্তি হতে পারে

চীনের কাছে শেয়ার বিক্রি ডিএসই’র সম্মতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম

 চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ ও সেনজেন স্টক এক্সচেঞ্জ কনসোটিয়ামের কাছে শেয়ার বিক্রির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডাররা সম্মতি দিয়েছেন। গতকাল সোমবার রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বানীতে ডিএসইর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ার হোল্ডাররা সবাই সম্মতি দিয়েছেন। ডিএসই সূত্রে এ খবর পাওয়া গেছে। জানা গেছে, ইজিএমে শেয়ারহোল্ডারদের মতামত নেওয়ার পর গতকালই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চুড়ান্ত প্রস্তাবনা জমা দিয়েছে ডিএসই। এ সময় বিএসইসির চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেনসহ সকল কমিশনার এবং ডিএসইর চেয়ারম্যানসহ পরিচালনা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় কমিশনের পক্ষ থেকে ডিএসইর পরিচালনা পরিষদকে মিষ্টিমুখ করানো হয়।

কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল (আজ) পহেলা মে দিবসের ছুটি এবং পরের দিন শবই বরাতের ছুটির কারণে আগামী বৃহস্পতিবার কমিশন ডিএসইর প্রস্তাবনা যাচাই-বাছাই শেষে চুড়ান্ত অনুমোদন দেবে। আর ডিএসই সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে অর্থমন্ত্রীকে প্রধান অতিথি করে আগামী ১৪ মে চীনা কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি হবে। তবে অর্থমন্ত্রীর উপস্থিতির বিষয়ে তারিখ পরিবর্তন হতে পারে।
জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রæয়ারি ডিএসইর পরিচালনা পরিষদের সভায় চীনা এই কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেয়। আর ২২ ফেব্রæয়ারি চীনের এই কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদনের জন্য বিএসইসিতে প্রস্তাব পাঠায়। কমিশনসেই প্রস্তাব অনুমোদন না করে কিছু শর্ত সংশোধনের কথা জানায়। এরপর বিএসইসির নির্দেশনা অনুসারে ফের কমিশনে প্রস্তাবনা পাঠানো হয়।
ডিএসইর পরিচালক শরিফ আতাউর রহমান বলেন, প্রস্তাবনায় যা ছিল তার সবকিছুই বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। অনুমোদন পেতে এই প্রস্তাবনা আজই (গতকাল) বিএসইসিতে পাঠানো হয়েছে।###

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ