রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহিদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখে সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত জায়গা থেকে ২০ বছরের পুরোনো দুটি রেইনট্রি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। এদিকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই গাছ জব্দ করেছে বলে জানা গেছে। যদিও পরবর্তীতে এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়নি। জানা গেছে, ওই গাছ দুটি গত ২৭ ও ২৮ মার্চ গাছ ব্যবসায়ী মো. জামাল হোসেনের নেতৃত্বে কয়েক ব্যক্তি কেটে ফেলে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছটি সরকারি খাস খতিয়ানের জায়গায় দাবি করে গাছের কিছু অংশ জব্দ করা হয়। গাছ কর্তনকারী মো. জামাল হোসেন জানান, স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মো. দেলোয়ার হোসেন গাছ দুটি স্কুলের জানিয়ে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন। তিনি জানান, পরে উপজেলা প্রশাসন বাঁধার সৃষ্টি করায় গাছ নেয়া হয়নি। গাছ বিক্রয়কারী মো. দেলোয়ার হোসেন নিজের ভুল স্বীকার করে বলেন, স্কুলের স্বার্থেই গাছ কাটা হয়েছিল। তিনি জানান, ১৯৮৮ সালে স্কুল স্থাপনের পর স্কুল প্রতিষ্ঠার সাথে সম্পৃক্তরাই গাছ দুটি লাগায়। তিনি আরো বলেন, গাছ দুটি স্কুলের জায়গায় ধারণা করেই গাছ দুটি কাটার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, ওই টাকায় স্কুলের গেইট ও দেয়াল নির্মাণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মাহাবুর আলী মিয়া জানান, গাছগুলো কমপক্ষে ২০ বছরের পুরোনো। তিনি জানান, গাছ কাটার ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কোন ধরনের রেজ্যুলেশন করেনি। কেন কিভাবে গাছ কাটছে তা তিনি জানে না বলে দাবি করেন। এ প্রসঙ্গে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফসার উদ্দিন বলেন, গাছের ডাল পালার কিছু অংশ জব্দ করা হয়েছে যা বর্তমানে থানায় রক্ষিত আছে। অদ্যবদি কোন পক্ষ মামলা করেনি বলেও জানান তিনি। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, গাছগুলো জব্দ করার পর প্রকৃত মালিকানা নির্ধারণ করতে শিক্ষা বিভাগ, ভূমি বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি প্রতিবেদন দেয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।