Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাব-জুনিয়র দাবা

| প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাইফ পাওয়ার ব্যাটারী ৩৭ তম জাতীয় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে আট দাবাড়– মিলিতভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। তৃতীয় রাউন্ড শেষে তারা পূর্ণ ৩ পয়েন্ট করে পেয়েছেন। এরা হলেন- গত আসরের চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গতবারের রানার-আপ ময়মনসিংহের সুব্রত বিশ্বাস, সিরাজগঞ্জের নাইম হক, স্বর্নাভো চৌধুরী, নারায়ণগঞ্জের সাদনান হাসান দিহান ও দিবাকর দিব্য, অমিত বিক্রম রায় এবং নাফিম আল করীম।
বালিকা বিভাগে তিন দাবাড়– পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছেন। এদের মধ্যে আছেন গতবারের চ্যাম্পিয়ন নোশিন আঞ্জম, জান্নাতুল ফেরদৌস ও সামিহা চৌধুরী। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে ওপেন বিভাগে ফিদে মাস্টার ফাহাদ সাবিতকে, সুব্রত সৈয়দ শাফাত মাহমুদকে, নাইম মোহাম্মদ শফিকুল ইসলামকে, স্বর্নাভো চৌধুরী ইশরাদ রাফিমকে, দিহান মুহাম্মদ আবতাহি আবরারকে, অমিত আজহারুল করীমকে, দিব্য আনোয়ার হোসেনকে ও নাফিম শাহাদাত কিবরিয়া অয়নকে হারান।
মাহফুজুর রহমান সাইফ মনন রেজা নীড়ের সঙ্গে ও মুতোর্জা মাহাথীর ইসলাম নাজমুল হায়াতের সঙ্গে ড্র করেন। বালিকা বিভাগে নোশিন হারান নুশরাত জাহান আলোকে, জান্নাত তাসনিয়া হারান অর্পাকে ও সামিহা সাদিয়া আফরিন সামিহাকে পরাজিত করেন। ইশরাত জাহান নিশি ওয়ালিজা আহমেদের সঙ্গে ড্র করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ