Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ফুটসাল মাতাতে থাইল্যান্ড

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : লাল-সবুজের নারী ফুটবলে নতুন আরেকটি অধ্যায় যোগ হতে যাচ্ছে। এবার বাংলাদেশ মহিলা ফুটবল দল অংশ নেবে ফুটসাল টুর্নামেন্টে। প্রথমবারের মতো ফুটসাল খেলতে আজ বিকাল চারটায় থাইল্যান্ড যাচ্ছেন সাবিনা-কৃষ্ণারা। ১৪ সদস্যের দলে কেবলমাত্র জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনেরই অভিজ্ঞতা রয়েছে ফুটসালে খেলার। তিনি ২০১৬ সালে মালদ্বীপের ঘরোয়া ফুটসালে খেলেছেন। বাকিদের এটাই প্রথম। বুধবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপে অভিষেক হবে বাংলাদেশের। টুর্নামেন্টের ‘বি’ গ্রæপে বাংলাদেশ, মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে খেলবে। ফাইভ-এ-সাইড এই টুর্নামেন্টে বদলী খেলোয়াড় নামানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। ১৪ জনের দলের সবাই খেলতে পারেন। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা অনুষ্ঠিত হবে। মাঝে ১৫ মিনিটের বিরতি থাকবে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
ফুটবলের চেয়ে ফুটসাল প্রচন্ড গতিময় খেলা। দলীয় সাফল্য পেতে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যও এখানে দেখাতে হয়। বাংলাদেশ কোচ ছোটনের বিশ্বাস, থাইল্যান্ড সফরে তার শিষ্যদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নতি ঘটবে। তিনি বলেন, ‘এবারই আমরা প্রথম ফুটসাল খেলতে যাচ্ছি। এতে মেয়েদের অনেক অভিজ্ঞতা হবে। দেশের মহিলা ফুটবল শুরু করেছিলাম অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে। এবার ফুটসালে কিন্তু আমাদের শুরুটা হচ্ছে অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে।’ ছোটন আরও বলেন, ‘ফুটসালে গতি ও মনোযোগ দিতে হয় বেশি। এখানে মেয়েদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নতির সুযোগ থাকে। ৪২ জনের মধ্য থেকে আমরা ১৪ জন সেরা খেলোয়াড়কে বাছাই করেছি। আশা করছি, মেয়েরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে।’ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। প্রতিপক্ষ সম্পর্কে আমরা কিছু জানি না। তবে টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে সাফল্য তুলে আনতে চেষ্টা করব আমরা।’

ফুটসালে বাংলাদেশের ম্যাচ
২ মে : বাংলাদেশ-মালয়েশিয়া
৩ মে : বাংলাদেশ-ভিয়েতনাম
৬ মে : বাংলাদেশ-চাইনিজ তাইপে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ