Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুখবর নিয়ে ঢাকায় হিশাম আল তাহের

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিশাম আল তাহের বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। গতকাল জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন তিনি। এ প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে ক্ষুদে দাবাড়–দের উপস্থিতি দেখে অভিভূত হয়ে পড়েন হিশাম। তিনি বলেন, ‘এক প্রতিযোগিতায় এতগুলো ক্ষুদে দাবাড়–র উপস্থিত। সত্যিই আমি খুব খুশী বাংলাদেশে দাবার জনপ্রিয়তা দেখে। এখানে দাবার ভবিষ্যত দেখতে পাচ্ছি আমি।’ হিশাম আরও বলেন, ‘থাইল্যান্ডে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে বেশ ক’টি পদক জিতেছে বাংলাদেশে, সে খবরও আমার কাছে রয়েছে।’ এসময় উপস্থিত বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদুল্যা, গাজী সাইফুল তারেক ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমকে হিশাম বলেন, এশিয়ান নেশন্স কাপ দাবা আয়োজনের প্রস্তুতি নিতে। তিনি চান প্রতিযোগিতাটি বাংলাদেশে হোক।
ঢাকা সফর করা আন্তর্জাতিক দাবার তৃতীয় কর্তা হচ্ছেন হিশাম। এর আগে কমনওয়েলথ দাবার চেয়ারম্যান ভরত সিং চৌহান এবং বিশ্ব দাবা ফেডারেশনের সভাপতি জেফরি ভর্গও ঢাকা সফর করে গেছেন। হিশাম ঢাকায় একটি দাবা একাডেমি তৈরী করতে আগ্রহী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে (ঢাকা) একটি দাবা একাডেমি তৈরী করতে চাই। বাংলাদেশ দাবা ফেডারেশন রাজী থাকলে সকল প্রকার সহযোগিতা আমি দিতে পারবো।’ যদিও সাবেক আন্তর্জাতিক মাস্টার মাহমুদা হক চৌধুরী মলির এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস নামে উত্তরা ও ধানমন্ডিতে দু’টি একাডেমি রয়েছে। তারপরও আন্তর্জাতিক মানের সকল সুবিধাসহ একটি একাডেমির প্রস্তাব দিয়েছেন হিশাম। এ বিষয়ে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন বলেন, ‘আমরা হিশামের প্রস্তাব সানন্দে গ্রহন করছি। বিষয়টি নিয়ে আলোচনা করবো।’ সহ-সভাপতি কেএম শহিদুল্যা বলেন, ‘হিশাম আমাদের জন্য ভালো প্রস্তাব বয়ে এনেছেন। এখন আমরা একাডেমির জন্য সকল প্রস্তাবনা জমা দিবো উনার কাছে। আশাকরি একাডেমি গঠনে আমরা তাদের সকল সহযোগিতা পাবো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ