নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ভিসা জটিলতায় বিশ্ব টেবিল টেনিসে (টিটি) অংশ নিতে সুইডেন যেতে পারেনি বাংলাদেশ টিটি। গতকাল সুইডেনে শুরু হয়েছে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের সোনম সুলতানা সোমা, রহিমা আক্তার ও মৌমিতা আলম রুমির। কিন্তু ভিসা জটিলতায় বৃহৎ এ আসরে অংশ নেয়া হয়নি তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর। তিনি বলেন, ‘সুইডেনে যাওযার জন্য আমরা ১৮ এপ্রিল বাংলাদেশস্থ সুইডিশ দূতাবাসে যোগাযোগ করি। পরদিন ইমেইল করে দূতাবাস ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অফিসে মেইল বার্তা পাঠাই। ২২ এপ্রিল ফের যোগাযোগ করি। সুইডেন থেকে নোট ভারবাল করতে বলে। সেটাও করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে ভিসা দেয়নি তারা।’ মুনীর যোগ করেন, ‘মূলত ২০ ও ২১ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার ছিল। এদিক দিয়ে দু’দিন পিছিয়ে গিয়েছিলাম আমরা। মোদ্দাকথা আমাদের দিক থেকে কোন প্রকার ক্রুটি ছিল না। কিন্তু তাদের সদিচ্ছ¡া ছিল না বলেই আমরা যেতে পারিনি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।