মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরে সউদীআরবে এসে কাতারের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহŸান জানিয়েছেন মাইক পম্পেও। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সউদী পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ও সউদীযুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গের বৈঠকে তিনি এই আহŸান জানান। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই অবরোধের কারণে উপসাগরীয় দেশগুলোর অনৈক্যের সুযোগে ইয়েমেন ও সিরিয়ায় ইরান তাদের প্রভাব বাড়াচ্ছে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। আল-জাজিরা, এপি।
সিরিয়াকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র : ল্যাভরভ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন অমান্য করে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাধ্যমে দেশটিকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে আলোচনার জন্য গত শনিবার মস্কোয় তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠককালে ল্যাভরভ এই অভিযোগ করেন। সাত বছরের এ যুদ্ধে হাজার হাজার লোক হতাহত হন। আসন্ন আস্তানা বৈঠকের নবম রাউন্ডের পূর্ব প্রস্তুতি হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়, যা আগামী মাসে কাজাখস্তানে অনুষ্ঠিত হবে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।