Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিহাদি হামলায় মালিতে ৪০ তুয়ারেগ নিহত

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মালির উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের দুটি হামলায় যাযাবর তুয়ারেগ স¤প্রদায়ের ৪০ সদস্য নিহত হয়েছেন। উত্তর মালির মেনাকার প্রত্যন্ত মরুঅঞ্চলের গ্রাম আন্দেরানবৌকেনে গত বৃহস্পতিবার ও আওয়াকাসায় শুক্রবার হামলা দুটি চালানো হয় বলে মেনাকার গভর্নর দাউদা মাইগা টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। মেনাকার কর্তৃপক্ষের ধারণা, তুয়ারেগ ও ফুলানি পশুপালকদের মধ্যে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা দুটি চালানো হয়েছে। হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই যুবক বয়সী। রয়টার্স।
কুয়েতে ফিলিপাইনের কর্মী পাঠানোয় স্থায়ী নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : কুয়েতে ফিলিপাইনের কর্মী পাঠানোর ওপর গতকাল রোববার স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এর আগে এক গৃহকর্মীকে হত্যার পরে ফ্রিজে রাখার ঘটনায় গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহে কুয়েত কর্তৃপক্ষ ম্যানিলার কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিলে সংকট আরও ঘনীভূত হয়। কুয়েতে অবস্থিত ফিলিপাইন দূতাবাসের এক কর্মকর্তা দেশটিতে নির্যাতনের শিকার হওয়া ফিলিপিনো কর্মীদের পালাতে সহায়তার ভিডিওচিত্র প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে এ বহিষ্কার আদেশ দেয়া হয়। এএফপি।
গরু পালন বা পানের দোকান খোলার পরামর্শ মুখ্যমন্ত্রীর
ইনকিলাব ডেস্ক : সরকারি চাকরির পেছনে না ছুটতে ভারতের ত্রিপুরা রাজ্যের তরুণদের প্রতি আহŸান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এর চেয়ে বরং পানের দোকানের ব্যবসা করতে বা গরু লালনপালন করে তার দুধ বিক্রি করে অর্থ উপার্জনের চেষ্টা করতে উৎসাহ দেন তিনি। গতকাল রোববার এক অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্দেশে এসব পরামর্শ দেন রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী। বিপ্লব দেব বলেন, নিজেদের অমূল্য সময় নষ্ট করে সরকারি চাকরির জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের পেছনে না ছুটে, অন্যভাবে পয়সা রোজগারের চিন্তা করা উচিত। সরকারি চাকরির বিকল্প হিসেবে তিনি তরুণ প্রজন্মকে পরামর্শ দিয়ে বলেন, ‘পানের দোকান খুলুন কিংবা গরু কিনে দুধ দুইয়ে রোজগার করুন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ