মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরীয় নেতা তাদের দেশের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র যে বন্ধ করা হয়েছে সেটা দেখাতে আগামী মাসে মার্কিন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর প্রতিশ্রæতি ব্যক্ত করেছেন। রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর একথা জানিয়েছে। সিউলের প্রেসিডেন্টের মুখপাত্র ইয়োন ইউং-চান জানান, ‘কিম বলেছেন যে তিনি মে মাসে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেবেন। আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়াটি দেখাতে তিনি শিগগিরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবেন।’ ওই মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে শুক্রবারের ঐতিহাসিক সম্মেলন চলাকালে কিম এমন কথা বলেন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পিয়ংইয়ং সফরকালে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে তার ‘ফলপ্রসু আলোচনা হয়েছে’। তিনি আরো বলেন, কিম পরমাণু নিরস্ত্রীকরণের একটি উপায় বের করতে প্রস্তুত রয়েছেন যা লক্ষ্য অর্জনে আমাদের সহায়ক হবে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পম্পেও এসব কথা বলেন। পম্পেও বলেন, তাদের এ গোপন বৈঠকের ব্যাপারে কিমের অনেক ভাল প্রস্তুতি ছিল। আর এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যে অনুষ্ঠেয় ঐতিহাসিক বৈঠকের ব্যাপারে একটি প্রস্তুতিমূলক আলোচনা। ওয়াশিংটনের এ প্রধান কূটনৈতিক বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।