Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কারও পকেটের কমিটি দিয়ে ছাত্রলীগের নেতৃত্ব হবে না -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ৬:২২ পিএম

কারও পকেটের কমিটি দিয়ে ছাত্রলীগের নেতৃত্ব হবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি চাই ত্যাগী যোগ্য নেতৃত্ব। কোনো সিন্ডিকেট দ্বারা ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোনো ভাবনা-চিন্তা করার অবকাশ নেই।’

রোববার সকালে টিএসসিতে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি নেতৃবৃন্দদের বলব- আপনারা আপনাদের পূর্বসুরিদের কথা ভাবুন। নেতা বানিয়ে যাবেন। কিন্তু, আপনি যখন বিদায় নিবেন, তখন নতুনরা আপনাকে কি চোখে দেখবে, সেটা একবার ভেবে দেখুন। চিরদিন কারও ক্লাউড থাকে না।’

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘চলে গেলে অনেক কিছুই অনেকে ভুলে যাই। টাকা-পয়সার কর্মীরা থাকবে না, আদর্শের কর্মীরা থাকবে। জবরদস্তি করে অযোগ্যকে নেতা বানাবেন, দুঃসময় এলে হাজার পাওয়ারের বাতি দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’

তিনি বলেন, ‘সর্বস্তরে সাহসী, মেধাবী ও চরিত্রবানদের নেতা বানান। অনুপ্রবেশকারী পরগাছা যেন পার্টির নেতৃত্বে আর না আসতে পারে। পরগাছাদের জন্য ছাত্রলীগ কোনো সুযোগ দেবে না। সোহাগ ও জাকিরকে বলব- তোমরা ভালো কিছু করে যাও। ভালো কিছু দিয়ে যাও।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা। ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে ফিরে আসতে হবে। সুনামের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগকে অতীতের ধারায় ফিরে আসতে হবে।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের সার্টিফিকেট নিয়ে সন্দেহ রয়েছে মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে। এ ব্যাপারে সরকার অমানবিক নয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ