Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ’লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী -রেলমন্ত্রী মুজিবুল হক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, আ’লীগ সবসময় জনগণের কল্যাণে কাজ করে। আ’লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতা থাকলে লুটপাট হয়। এক কথায়-আ’লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশের প্রয়োজনে আগামী নির্বাচনে আবারও নৌকা ভোট দিয়ে আ’লীগকে নির্বাচিত করতে হবে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কাউসার হামিদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ