Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু সমঝোতায় পরিবর্তন আনতে হবে : মারকেল

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আবারো ইরান বিরোধী বাগাড়ম্বরের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। ট্রাম্প এমন সময় বক্তব্য দিলেন যখন ইরান শুরু থেকে বলে এসেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা দেশটির নেই। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র পক্ষ থেকে বহুবার এ নিশ্চয়তা দেয়া হয়েছে যে, ইরান শান্তিপূর্ণ (বেসামরিক) পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আজগুবি অভিযোগ উত্থাপন করে ইরানকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অস্থিতিশীলতার জন্য দায়ী করেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। হোয়াইট হাউজে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সুর মেলান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি দাবি করেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ছিল দেশটিকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রথম পদক্ষেপ। মার্কেল ট্রাম্পকে সমর্থন করে বলেন, পরমাণু সমঝোতা পূর্ণাঙ্গ নয় এবং এতে পরিবর্তন আনতে হবে। জার্মান চ্যান্সেলর আরো বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমিয়ে আনার প্রয়োজনীয়তার ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে বার্লিন একমত হয়েছে। এই ভয়ঙ্কর জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সহযোগিতাকে অস্থিতিশীলতা সৃষ্টি বলে অভিহিত করছে আমেরিকা। পার্সটুডে।



 

Show all comments
  • নাবিলা ২৯ এপ্রিল, ২০১৮, ৪:৪৯ এএম says : 0
    আপনারা করতে পারেন আর ইরান করলেই দোষ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ