Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক, জঙ্গিবাদ ,বাল্যবিবাহ্ ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম ও সহকারী পুলিশ সুপার(সি-সার্কেল) রেজানুর রহমান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক ফিরোজ খানুনের সঞ্চলনায় অনুষ্ঠিত “ওপেন হাউস ডে” পত বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা মোহাম্মদ হোসেন ফকু, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, পপৗর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির মহিলা সদস্য শহরগছি কলেজের সহকারী অধ্যাপক আরজিনা বানু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শাহিন আকন্দ, কামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশাহেদ চৌধুরী বাবলু, সাংবাদিক রাসেল, বিপ্লব, শাকিলা বেগম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওপেন হাউস ডে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ