Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর ৬ সাহিত্যিককে সিএনসি’র পদক প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঐতিহ্য ও নিজস্ব মূল্যবোধকে ধারণ করেই আমাদের অগ্রসর হতে হবে। আমাদের দেশ ছোট, জাতি বড়। আমাদের অনেক অর্জন। আমরা ঐশ্বর্যময় সমৃদ্ধ জাতির উত্তরাধিকার। তারা নিয়েছেন কম। এখন আমরা নিতে চাই বেশি। ত্যাগ ছাড়া কোনো মানুষ, কোনো জাতি এবং কোনো দেশ বড় হয় না। বক্ষমান মনীষীরা অকাতরে দিয়েছেন বলে জাতি হিসেবে আমরা বড় হয়েছি। গত বুধবার বিকালে রাজধানীর মগবাজার নজরুল একাডেমীতে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) এর আয়োজনে এক আলোচনা সভা ও কবি রবীন্দ্রনাথ সিএনসি পদক ২০১৮ প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শেরে বাংলা একে ফজলুল হক ও নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীসহ এপ্রিল মাসে মৃত্যুবরণ করেছেন এমন বরেণ্য মনীষীদের স্মরণ ও নববর্ষ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএনসি’র সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক ফজলে রাব্বি। প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ইতিহাস গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাহিত্যিক জাইদুর রহমান, সাহিত্যিক নাজিব ওয়াদুদ এবং নতুন এক মাত্রার সম্পাদক ড. ফজলুল হক তুহিন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ সিএনসি পদক ২০১৮ প্রদান করা হয় রাজশাহীর বরেণ্য কবি, সাহিত্যিক সাংবাদিক ও সম্পাদক সরদার আবদুর রহমান, জাইদুর রহমান, নাজিব ওয়াদুদ খুরশীদ আলম বাবু, ড. মাহফুজুর রহমান আখন্দ ও ড. ফজলুল হক তুহিনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ