প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রমা, আঁখি আফরোজ এবং সাদিয়া মিশু, তিনজনই র্যাম্পের সাথে জড়িত বেশ কয়েক বছর ধরে। র্যাম্প মডেলিংয়ে তারা বেশ আলোচিত। তিনজনই এর আগে আলাদাভাবে বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এই প্রথম তিন র্যাম্প তারকা একসঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপন নির্মাতা কমল চৌধুরীর নির্দেশনায় প্রমা, আঁখি ও মিশু মডেল হিসেবে কাজ করেছেন ‘ইলেকট্রা’ এলইডি টিভির বিজ্ঞাপনে। এরইমধ্যে রাজধানীর তেজকুনী পাড়ায় ইলেকট্রার শোরুমে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এর জিঙ্গেল লিখেছেন এবং সুর করেছেন রিপন খান। কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন ডিজাইনার ও অভিনেত্রী দোলন দে। উল্লেখ্য, কমল চৌধুরী ১৯৯২ সাল থেকে নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করে আসছেন। সে বছর তিনি প্রথম স্যামসাং টিভির বিজ্ঞাপন প্রথম নির্মাণ করেন। সেই থেকে আজ পর্যন্ত তিনি একশো’র বেশি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। নতুন বিজ্ঞাপনটি নিয়ে কমল চৌধুরী বলেন, ‘রিপন খান অসাধারণ একটি জিঙ্গেল করেছেন। জিঙ্গেলটিই দর্শকের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। তিন মডেলকে বিজ্ঞাপনচিত্রে অসাধারণ দেখা যাবে।’ কমল চৌধুরী জানান, আগামী সপ্তাহ থেকেই দেশের সবক’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।