Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বাজেট হবে ব্যবসাবান্ধব ও জনকল্যাণমূলক -এনবিআর চেয়ারম্যান

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট হবে সর্ববৃহৎ, জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব। ব্যবসায়ী ক্ষেত্রে শুল্ক নির্ধারণে সমতা আনয়নে ঘাটতি পুরণে চেষ্টা করা হচ্ছে। তিনি বলেছেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশের বাজেট এখন চার লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউস ক্লাবে আমদানি রফতানি কারক, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ব্যক্তি পর্যায়ে আয়করের সীমা আড়াই লাখ টাকার পরিবর্তে সাড়ে তিন লাখ টাকা, বিদেশ ভ্রমণ কর প্রত্যাহার করা যায় কিনা তা বিবেচনাধীন আছে। তিনি বেনাপোল বন্দরকে আরো গতিশীল ও কাস্টমস হাউজকে আরো সক্রিয় করার পরামর্শ দেন। ব্যবসায়ীদের আমদানির ওপর বেশি জোর না দিয়ে রফতানির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বাজেটেও মূল্যসংযোজন করের ফ্লাট রেট ১৫ শতাংশ না হয়ে বর্তমানে বিদ্যমান বিভিন্ন সেবার জন্য ভিন্ন ভিন্ন হার করা হবে। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম (শুল্ক নীতি ও আইসিটি), কানন কুমার রায় (কর-নীতি), মো. রেজাউল হাসান (মূসক নীতি)। সভায় বক্তব্য দেন, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টকুন, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, এসময় উপস্থিত ছিলেন বন্দর, কাস্টমস, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বিভাগের সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। এর আগে তিনি ৫০ কোটি টাকা মূল্যের আধুনিক ভ্রাম্যমাণ স্কেল ও বাইপাস সড়কের নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ