বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলার হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রের দ্ব›েদ্বর জের ধরে বিল্লাল বিশ্বাস (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বিল্লাল পাশের সালথা উপজেলার নটখোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। বিল্লাল গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা যায়, গত মঙ্গলবার হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র নিয়াদের সাথে একই শ্রেণীর শান্ত নামের এক ছাত্রের সাথে কথা কাটাকাটি হয়। এ দ্ব›েদ্বর জের ধরে একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সায়েম নিয়াদকে চড় মারে। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক মো. আয়ুবুর রহমান দুই ছাত্রকে ডেকে মিমাংসা করে দেয়। পরের দিন বুধবার নিয়াদের চাচাতো ভাই বিল্লাল নিয়াদকে চড় মারার অপরাধে সায়েমকে স্কুলের পাশে ডেকে নিয়ে চড়থাপ্পড় মারে। এ ঘটনার জের ধরে সায়েম তার বন্ধুবান্ধব নিয়ে ওইদিন দুপুরে বিল্লালকে শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ডেকে নিয়ে গাছের ডাল দিয়ে বেধড়ক মারপিট করলে সে গুরুত্বর আহত হয়। লোক মারফত বিল্লালের পরিবার খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সে মারা যায়। এ ব্যাপারে সায়েম ও তার বন্ধুদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।