বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর নগরীর মেকুরা মধ্যপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে এক ট্রাক্টরচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মেকুরা মধ্যপাড়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল রানা একটি ট্রাক্টর কিনে নিজেই চালাতেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে তার লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, জুয়েলকে হত্যা করে ভুট্টা ক্ষেতে তার মুখসহ শরীরের অর্ধেক অংশ মাটিতে পুতে রেখেছিল খুনিরা। খবর পেয়ে নিহত জুয়েল রানার স্ত্রী সাগরিকাসহ স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করেন। নিহতের স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে জুয়েল রানা বাড়ি থেকে বের হন। তার মোটরসাইকেলটিও পাওয়া যায়নি। এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।