পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘হাওয়া বদল’। কথাটা বহু পুরনো। গৎবাঁধা কর্মক্লান্ত জীবনে সাময়িক বিরাম দিয়ে এক জায়গার মানুষ আরেক জায়গার হাওয়া গায়ে লাগায়। সময়-সুযোগ পেলেই ঘুরে বেড়ায়। ছুটির অবকাশে এখন উৎসবে মাতোয়ারা সবাই। আজ শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়ল দেশ। অনেকের জন্যই এ যেন ঈদের ছুটির আনন্দ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যিক ভাষা বাস্তব রূপ পেয়েছে, ‘থাকব না’ক বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে’। না চাইতেই হঠাৎ পাওয়া লম্বা ছুটির সুবাদে গতকাল বৃহস্পতিবার রাতভর শহর-নগর ছেড়ে বাড়িঘর কিংবা পর্যটন এলাকাগুলোর অভিমুখে মানুষের স্রোত চোখে পড়ে। প্রায় ফাঁকা হয়ে গেছে দেড় কোটি মানুষের ইট-পাথরের বস্তি রাজধানী ঢাকা। ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহর-নগর, শিল্পাঞ্চলের শহুরে যান্ত্রিক জীবন যন্ত্রণা থেকে হাঁফ ছেড়ে বাঁচতে একটু স্বস্তির খোঁজে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে চলেছে লাখো মানুষ। বঙ্গোপসাগরের কিনারে পৃথিবীর বৃহৎ ব-দ্বীপ নদীমাতৃক বাংলাদেশ অপরূপ প্রকৃতির লীলা নিকেতন। ছায়া-সুনিবিড় গ্রামবাংলা যেন মায়া-মমতায় হাত বাড়িয়ে আছে শহুরে মানুষদের সাদরে কোলে তুলে নিতে। ফলে অনেকেই নাড়ির টানে গ্রামের বাড়িতে প্রিয়জনের মাঝে পরম আনন্দে কিছুটা সময় কাটাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার আরো কিছুদিন বাকি থাকায় অনেকেই ছুটছেন স্বপরিবারে। বাস-কোচ, ট্রেন, লঞ্চ-স্টিমার, বিমানসহ অভ্যন্তরীণ রুটে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীর প্রচÐ চাপ পড়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ধনাঢ্য ব্যবসায়ী-শিল্পপতি অনেকেই ও কিছু আমলা ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাইয়ে ছুটেছেন অবকাশ যাপনের জন্য।
মধ্য বৈশাখের তাপদাহ, ঝড়-বৃষ্টি তুচ্ছ করেই কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবনসহ খুলনা অঞ্চল, সিলেট, চট্টগ্রাম এবং তিন পার্বত্য জেলায় ‘হাওয়া বদলে’ পর্যটকের ভিড় বাড়ছেই। ঢাকার কাছাকাছি আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জে অবস্থিত পর্যটন-বিনোদন স্পটসমূহে এবং বিত্তবান ব্যক্তিদের গড়া খামারবাড়িতেও বেড়াতে যাচ্ছেন অনেকে। এর মধ্যদিয়ে পর্যটনকে ঘিরে শত শত কোটি টাকার বাড়তি লেনদেন (টার্নওভার) হচ্ছে। স্থানীয় হোটেল-মোটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউজ, কটেজগুলো বেশির ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে। কর্পোরেট বুকিংও হয়েছে অনেক। ট্যুর-ট্র্যাভেল অপারেটরদের ব্যস্ততা বেড়ে গেছে। পর্যটন-বিনোদনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য হয়ে উঠেছে জমজমাট। স্থানীয় লোকজনের পটু হাতে তৈরি ক্ষুদ্র ও কুটিরশিল্পপণ্য সামগ্রীর বিকিকিনি হচ্ছে প্রচুর। পর্যটক আগমন বৃদ্ধির ফলে ট্যুরিস্ট পুলিশের বাড়তি টহল তৎপরতার মাধ্যমে আইন-শৃঙ্খলা নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবার পর্যটক বেশে ইয়াবাসহ মাদক পাচারের বিষয়ে কড়া নজরদারি রাখার কথাও জানায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ প্রশাসন।
আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই আজ থেকেই একনাগাড়ে ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। গতকাল সকাল থেকেই অসংখ্য গন্তব্যমুখী জনস্রোতে বিকেলে ফাঁকা হতে শুরু করে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও বিভিন্ন শহর-নগর। যানবাহনে তিল ধারণের ঠাঁই ছিল না। সড়ক-মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। হঠাৎ সৃষ্ট এই ৯ দিনের অবকাশের শুরুতে আজ ও আগামীকাল (শনিবার) পর পর দু’দিন সাপ্তাহিক ছুটিসহ মোট সাত দিনই সরকারি ছুটি। ২৯ এপ্রিল বৌদ্ধপূর্ণিমায় সরকারি ছুটি। ৩০ এপ্রিল (সোমবার) কর্মদিবস থাকলেও পরদিন ১ মে (মঙ্গলবার) শ্রমিক দিবসের ছুটি। পরদিন ২ মে (বুধবার) পবিত্র শবে-বরাতের ছুটি। ৩ মে (বৃহস্পতিবার) কর্মদিবস থাকলেও পরের দু’দিন ৪ ও ৫ মে (শুক্রবার ও শনিবার) ফের সাপ্তাহিক ছুটি। এর ফলে টানা ৯ দিন দেশে ছুটির অবকাশ তৈরি হয়েছে। লম্বা ছুটিতে ঢাকাসহ প্রধান শহর-নগর-শিল্পাঞ্চলে থাকবে খুব কম সংখ্যক মানুষ। আর এর জন্য আগেই প্রস্তুতি সেরে নিয়েছেন কক্সবাজার, সিলেট, খুলনাসহ সুন্দরবন, পার্বত্য জেলাগুলোর পর্যটন ও বিনোদনকেন্দ্রের ব্যবসায়ীরা। তা ছাড়া গ্রামমুখী মানুষের ভিড় বেড়ে যাওয়ার সুবাদে প্রত্যন্ত এলাকায় বেচাকেনা এবং আর্থিক লেনদেনও বেড়ে গেছে। সর্বত্র বেড়ে গেছে অর্থ সঞ্চালন।
এলাকাওয়ারি অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত বিশেষ করে শহর লাগোয়া সৈকত, হিমছড়ি, ইনানি, টেকনাফের সৈকত, নাফ নদী, সোনাদিয়া, মহেশখালী, সেন্টমার্টিন দ্বীপমালা, বিশ্ব হেরিটেজ বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ও রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবনসহ খুলনা অঞ্চল, দক্ষিণের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকত, অপরূপ সৌন্দর্যের ঠিকানা বৃহত্তর সিলেট, পাহাড়-সাগর-নদী-হ্রদ-জঙ্গল পরিবেষ্টিত বন্দরনগরী প্রাচ্যের রানী চট্টগ্রাম, পারকী ও পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়স লেক, চুনতি অভয়ারণ্য, হ্রদের শহর পার্বত্য রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ ও এই জেলার ঝরনা-পাহাড়ের নিসর্গ, কাপ্তাই হ্রদ ও পার্ক, উঁচু পাহাড়-পর্বতের গা-বেয়ে চলা মেঘ ছোঁয়ার রাজ্য বান্দরবানের নীলগিরি, নীলাচল, নাফাকুম, বগালেক, খাগড়াছড়ির আলুটিলা ও রহস্য সুড়ঙ্গ, নীল-সবুজ সাজেক ইত্যাদি পর্যটন, বিনোদন ও অবকাশকেন্দ্রে ব্যাপক হারে ভিড় করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী, শ্রেণি-পেশার মানুষ। নিটোল প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে আনন্দ অবগাহনে মেতে উঠেছেন। আর এই অবকাশে পল্লী-গাঁয়ে যারা ছুটেছেন তারা শহর-নগরের দূষিত বায়ু থেকে মুক্ত হয়ে কয়েকটি দিনের জন্য বিশুদ্ধ বাতাসে অক্সিজেন নিচ্ছেন বুক ভরে। দেশের রাজনীতির মতিগতি, অর্থনীতি, ধর্মীয় আদর্শিক ধ্যান-ধারণা ও দর্শন, সমাজনীতি, শিক্ষানীতি, বিশ্ব পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে শহর-নগর থেকে আসা মানুষজনের সাথে গ্রামের নিখাদ মাটির মানুষের ভাবের আদান-প্রদানের অপূর্ব সুযোগ তৈরি হয়েছে। যা টিভি চ্যানেলগুলোর শত শত টকশোর চেয়েও অনেক গুরুত্ব বহন করে।
এদিকে ৯ দিনের ছুটির সময়কালে (২৭ এপ্রিল থেকে ৫ মে) সার্বিকভাবে আবহাওয়ার মতিগতি বৈরী থাকতে পারে। গতকাল আবহাওয়া বিভাগের বিশেষজ্ঞ সূত্রে জানা গেছে, এ সময়ে তাপদাহ ও ভ্যাপসা গরম, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ-নিম্নচাপ। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। তা আরো বাড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।