Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপশক্তি পরাজিত হতে বাধ্য -মেয়র আ জ ম নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের স্বার্থে দায়িত্ব পালন করতে জাতীয় শ্রমিক লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ঐক্যবদ্ধ শক্তির কাছে অপশক্তি পরাজিত হতে বাধ্য। তিনি গতকাল (বৃহস্পতিবার) জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর, বিভিনড়ব অঞ্চল, জাতীয় ও বেসিক ইউনিয়ন নেতৃবৃন্দের এক সভায় একথা বলেন। মেয়র বলেন, মত পার্থক্য ও মতভেদ যাই থাকুক না কেন সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে ন্যায় সঙ্গত দাবী আদায় করা সহজ হবে।
মেয়র বলেন, মে দিবসে লালদীঘি ময়দানে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি সকলকে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগদান করার আহ্বান জানান। সংগঠনের মহানগর শাখার সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এটলি, সফি বাঙালি, নুরুল হাকিম, এডভোকেট শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাত
মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে গতকাল নগরভবনে সৌজন্য সাক্ষাত করেন থাই রাষ্ট্রদূত পাঁনপিমন সুওয়ানপংস। এসময় থাইল্যান্ডের রাজকন্যার চট্টগ্রাম সফর এবং পাহাড় পরিদর্শনের বিষয়ে আলোচনা হয়। মেয়র রাজকন্যাকে বরণ করতে চট্টগ্রাম প্রস্তুত বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন। বুয়েটের প্রফেসর ড. শরিফুল ইসলাম, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, স্থপতি এ কে এম রেজাউল করিমসহ রাষ্ট্রদূতের সফর সঙ্গীরা এসময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ