Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সপ্তাহের শেষ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে প্রায় পাঁচ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক এক দশমিক ১২ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৪৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ১ লাখ টাকা বেশি। হাতবদল হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির। এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৬ কোটি ৬৭ লাখ টাকা বেড়ে ১৩৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে থাকা ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে

১১ অক্টোবর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ