Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ঝড়-শিলা বৃষ্টিতে কৃষকের ক্ষয় ক্ষতি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ৯:০৬ পিএম

নাটোরের লালপুর উপজেলায় ঝড় ও শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধান, আম, লিচু ও ভুট্টা সহ অন্যান্যে ফসলের ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
বুধবার (২৫ এপ্রিল) রাতে লালপুর, গোপালপুর, ওয়ালিয়া, ফুলবাড়ি, ধুপইল, চকনাজিরপুর, নান্দ সহ উপজেলার বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝড় ও শিলা বৃষ্টি হয়। দীর্ঘসময় ধরে শিলা বৃষ্টি হওয়ার কারণে চলতি মৌসুমের উঠতি বোরো ধান, আম, লিচু ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান এলাকার বাগানী ও কৃষকরা। চৈত্র মাসের মাঝা মাঝি সময় থেকে প্রায় দিনই এই এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হচ্ছে এতে বাগানের আম এবং লিচু পড়ে ক্ষতির মুখে পড়েছে আম ও লিচু বাগান মালিকরা।
উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খাঁন বলেন, এই মুহুর্তে ক্ষয় ক্ষতির সঠিক পরিমাণ জানানো সম্ভ নয়। তবে কি পরিমানে ক্ষয় ক্ষতি হয়েছে তা নিরূপনের জন্য মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষকের ক্ষয় ক্ষতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ