Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মঞ্চদল হৃৎমঞ্চ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মঞ্চ নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চ। দলটির প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনায় নাটক রুধিররঙ্গিণী। এই নাটকের মাধ্যমে প্রথমবার মণিপুরি থিয়েটারের বাইরে কোনো নাটক নির্দেশনা দিতে যাচ্ছেন শুভাশিস সিনহা। বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন প্রজন্মের তিন গুণী অভিনয়শিল্পী অভিনয় করবেন নাটকটিতে। শিল্পীদের নাম ও নাটকের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান হৃৎমঞ্চের সমন্বয়ক পাভেল রহমান। তিনি বলেন, দেশের সমকালীন নাট্যমঞ্চের তরুণ মেধাবী নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা। হৃৎমঞ্চ প্রথম প্রযোজনা হিসেবে শুভাশিস সিনহার লেখা নাটক রুধিররঙ্গিণী মঞ্চে আনছে তারই নির্দেশনায়। আগামী মে মাসের মাঝামাঝিতে নাটকটি মঞ্চে আসবে। তিনি বলেন, প্রায়শই বলা হয়ে থাকে, আমাদের সমকালীন নাট্যসাহিত্য দুর্বল। তবে রুধিররঙ্গিণী এ মতকে খারিজ করবে বলে আশা করা যায়। হৃৎমঞ্চ নাট্যসাহিত্যের উচ্চমানের দিকে খেয়াল রেখেই আগামী প্রযোজনাগুলো মঞ্চে আনবে। হৃৎমঞ্চ মূলত হৃদয়ের মঞ্চ। নিজস্ব মাটি ও প্রকৃতির সঙ্গে সমপৃক্ত থেকে আন্তর্জাতিক মানের নাটক মঞ্চে আনবে এই রেপার্টরি নাট্যদলটি। এই লক্ষ্য নিয়েই দলটির যাত্রা শুরু। হৃৎমঞ্চের প্রথম প্রযোজনা রুধিররঙ্গিণী নির্দেশনা দেবার পাশাপাশি দলটির আর্টিস্টিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা। কবি, নাট্যকার, নির্দেশক শুভাশিস সিনহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ থেকে স্নাতকোত্তর সমপন্ন করে এখন মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটার পরিচালনা করছেন। সেখানে গড়ে তুলেছেন দেশের একমাত্র গ্রামীণ স্টুডিও থিয়েটার। গ্রামে থেকেও জাতীয় মানের নাট্যচর্চার মধ্য দিয়ে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন। শুভাশিস সিনহা রচিত ও নির্দেশিত নাটক দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঞ্চদল

২৭ এপ্রিল, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ