বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে বাদল আকন (৪০) নামে এক প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভুরঘাটা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুরঘাটা এলাকার সৌদি প্রবাসী বাদল আকনের সঙ্গে তার বড় ভাই নজরুল আকনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে বাদল আকন সৌদি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে ওই জমি নিয়েই বাদলের সঙ্গে তার বড় ভাই নজরুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নজরুল ক্ষিপ্ত হয়ে তার ভাই বাদল আকনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত বাদলকে উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।