Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট কাকু সিরিজের কাজ শুরু করলেন অর্ষা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আফজাল হোসেনের নির্দেশনায় ২০০৮ সালে একটি বিজ্ঞাপনে প্রথম মডেল হন অর্ষা। এরপর তিনি লাক্স চ্যানেলআই প্রতিযোগিতায় নাম লেখান। তারপর থেকে নিয়মিত মডেলিং ও অভিনয় শুরু করেন। নির্মাতারাও তার প্রতি আগ্রহী হয়ে ওঠে। আফজাল হোসেনের পরিচালনায় গত সাত বছর ধরে অর্ষা নিয়মিত অভিনয় করছেন গোয়েন্দা সিরিজ ছোট কাকু’তে। এই সিরিজের নতুন পর্বে আবারও অভিনয় করছেন তিনি। আগামী ঈদে প্রচারের জন্য সিরিজের নতুন পর্ব ‘না জেনে নারায়ণগঞ্জ’র কাজ শুরু হয়েছে। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ছোট কাকু সিরিজ এবার রচনা করেছেন বদরুল আনাম সৌদ। এ সিরিজে অভিনয় প্রসঙ্গে অর্ষা বলেন, ‘মিডিয়াতে আমার শুরুটা হয়েছিলো আফজাল ভাইয়ের হাত ধরে। তার নির্দেশনায় গত কয়েক বছর ধরে একই সিরিজে কাজ করছি। এটা আমার জন্য অবশ্যই অনেক বড় প্রাপ্তি। কারণ আফজাল ভাই এদেশের একজন গুণী নির্মাতা। তার ছায়াতলে কাজ করা আশীর্বাদ স্বরূপ। আগামী ঈদের জন্য এরইমধ্যে এই সিরিজের কাজ শুরু করেছি। এবারের কাজটিও অনেক ভালো হচ্ছে। আফজাল ভাই সবসময়ই অনেক যতœ নিয়ে কাজ করেন। এবারও তার ব্যতিক্রম নয়।’ আগামী ঈদে চ্যানেল আইতে সাতদিন ‘না জেনে নারায়ণগঞ্জ’ প্রচার হবে। এদিকে অর্ষা সকাল আহমেদ’র নির্দেশনায় ‘ভদ্রপাড়া’, ‘মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী’ ধারাবাহিকের কাজ করছেন।
ছবিঃ অর্ষা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছোট কাকু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ