Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দাস দেব’ মুক্তি পাচ্ছে কাল

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আগামীকাল বলিউডে নির্মিত ‘দাস দেব’ এবং আরও তিনটি ফিল্ম মুক্তি পাচ্ছে। অন্য তিনটি- ‘আদিত্যম’, ‘ইশক তেরা’ এবং ‘হামারি পল্টন’।
স্টর্ম মোশন পিকচার্স প্রেজেন্টস এবং সপ্তর্ষি সিনেভিশন প্রডাকশনের ব্যানারে ড্রামা ফিল্ম ‘দাস দেব’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন সঞ্জীব কুমার, গৌরব শর্মা এবং মনোহর পি. কানুনগো। সুধীর মিশ্রর পরিচালনায় অভিনয় করেছেন রাহুল ভাট, রিচা চাদ্দা, অদিতি রাও হায়দারি, সৌরভ শুক্লা, বিপিন শর্মা, বিনীত সিং এবং অনুরাগ কাশ্যপ। সঙ্গীত পরিচালনায় সন্দেশ সান্ডেলিয়া, বিপিন পটোয়া, অর্ক, শামির ট্যান্ডন এবং অনুপমা রাগ।
রোমান্স ড্রামা ‘আদিত্যম’ মুক্তি পাচ্ছে এডি এইটিন মোশন পিকচার্সের ব্যানারে। চলচ্চিত্রটির প্রযোজনা এবং এর কেন্দ্রীয় পুরুষ ভূমিকায় অভিনয় করেছেন রবি কান্ত সিং। কুণাল দেশের পরিচালনায় অন্যান্য ভূমিকায় আছেন নিধি আগারওয়াল, বংশিকা এবং শ্রদ্ধা কাপুর। সঙ্গীত পরিচালনায় নাদিম।
‘ইশক তেরা’ মুক্তি পাচ্ছে বিগ ব্যানার এন্টারটেইনমেন্টের ব্যানারে। রোমান্স থ্রিলারটি প্রযোজনা করেছেন দীপক বান্ডেকার। জোজো ডি’সুজার পরিচালনায় অভিনয় করেছেন হৃষিতা ভাট, মোহিত মদন, মোঝগান তারানেহ, শাহবাজ খান, আমান ভার্মা, গণেশ যাদব এবং মনোজ পাহভা। সঙ্গীত পরিচালনায় স্বপ্নিল এইচ. ডিগডে।
ড্রামা ফিল্ম ‘হামারি পল্টন’ পরিচালনা করেছেন জৈনেন্দ্র জিজ্ঞাসু; অভিনয় করেছেন টম আল্টার এবং মনোজ বকশি।
ছবিঃ দাস দেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘দাস দেব’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ