Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০৮ পিএম

রাজধানীর মিরপুরে পাঁচতলা ভবনের নীচতলায় গ্যাস পাইপ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ শিশুটির মা-বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বরের ৪ নম্বরে রোডের আফসার উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাতমাসের এ শিশুসহ তার মা-বাবা দগ্ধ হন।
শিশুর মৃত্যুর বিষয়টি ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শিশুর বাবা দগ্ধ মানিক মিয়া (৩৫) ও মা মিনা আক্তার (২২) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ