Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকা সফরে নারী দল

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস ডেস্ক : আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের জাতীয় নারী দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফর্মেটের জন্য থাকছে একই দল। তবে ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন রুমানা আহমেদ. আর টি-২০ সালমা খাতুন। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে আগামী ২৮ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ মহিলা দল।
দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে আসন্ন সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে রুমানা-সালমারা। ওয়ানডে সিরিজের আগে ২ মে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের চারটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৯, ১১ ও ১৪ মে। ওয়ানডে সিরিজ শেষে ১৭ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ লড়াই। ১৯ ও ২০ মে হবে সিরিজের শেষ দু’টি টি-২০। ২১ মে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বাংলাদেশ দল : রুমানা আহমেদ (অধিনায়ক ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক টি-২০), নিগার সুলতানা জোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ