Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসির নারী কেলেংকারীর অভিযোগ প্রত্যাহার

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ৮:২০ পিএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.খোন্দকার নাসির উদ্দিনের নামে দেয়া মিথ্যা নারী কেলেংকারীর অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন আফরিদা খাতুন ঝিলিক (১৯) নামে এক নারী কর্মচারী। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই নারী তার অভিযোগ প্রত্যাহার করে নেন। এ সময় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঝিলিক বলেন, চাকরি বঞ্চিত একটি কুচক্রী মহলের সাজানো কথা ও লোভে পড়ে আমি নিজেকে ভিসি স্যারের স্ত্রী হিসাবে দাবি করে লোকজন জড়ো করেছিলাম। প্রকৃত পক্ষে ভিসি স্যার একজন সৎ, ভাল মানুষ ও পরপোকারী। আমাকে ও আমার স্বাামী, সন্তানকে হত্যার হুমকি দিয়ে ভিসি স্যারের বিরুদ্ধে এসব অপপ্রচার করানো হয়েছে। তবে সংবাদ সম্মেলনে ওই নারী কুচক্রী মহলটির সদস্যদের নাম প্রকাশ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী কেলেংকারীর অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ