Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ২:৪৯ পিএম

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে শরণখোলা রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব বলছে, নিহত যুবক বনদস্যু ‘ছত্তার বাহিনী’র একজন সদস্য। তবে তার পরিচয় জানা যায়নি।
র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ সুরাত আলম জানান, বনদস্যু ছত্তার বাহিনীর সদস্যরা সুন্দরবনের আমবাড়িয়া এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। র‌্যাব সদস্যরা আমবাড়িয়ার কাছাকাছি পৌঁছালে বনের ভিতর থেকে দস্যুরা হঠাৎ গুলি করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
মোহাম্মদ সুরাত আলম আরও জানান, প্রায় আধা ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক বনদস্যুর মরদেহ, বন্দুক, একটি এলজি, ১৭টি গুলি, ১২টি গুলির খোসা, একটি রামদা, একটি ছুরি, দুটি টর্সলাইট, একটি ১২ ভোল্টের ব্যাটারি, একটি সোলার প্লেট ও চালডালসহ দস্যুদের ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবক নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ