Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর পরিবেশ উন্নয়নে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে -মেয়র বুলবুল

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নগরীর কোর্ট বুলনপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীর অবকাঠামো নির্মাণ কাজ করণের প্রেক্ষিতে বহমান আরআরএফ রাজশাহীর মূল ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এর সভাপতিত্বে তাঁর দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ফলে এই এলাকার আশপাশে আসন্ন বর্ষামৌসুমে পানিবদ্ধতা সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পানিবদ্ধতা যেন সৃষ্টি না হয় সেজন্য প্রশস্ত ড্রেন নির্মাণ করা অতি জরুরী। এছাড়াও হাইটেক পার্ক নির্মাণ কাজ সম্পন্ন হলে সেখানে প্রতিদিন প্রায় ২০ হাজার লোকের সমাগম হবে। জনসাধারণ যেন নির্বিঘেœ চলাচল করতে পারে সেজন্য ৬০ফিট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করে তিনি বলেন, ২০৫০ সালের পরিকল্পনা নিয়ে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। মহানগরীর সকল উন্নয়ন সহযোগী ও সেবা প্রদানকারী সকল সংস্থাগুলোকে পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করার আহবান জানান মেয়র। নগরীর পরিবেশ উন্নয়নে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। সভায় পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর নির্বাহী পরিচালক মোঃ মুখলেসুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, আরআরএফ লাইনস রাজশাহীর সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের সহকারী প্রকৌশলী মোঃ নূরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রজেক্ট আর্কিটেক্ট নাজমুস সাকিব, রাসিকের নির্বাহী প্রকৌশলী গোলাম মূর্শেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, আরডিএর ইমরাত পরিদর্শক মোঃ আবুল কাশেম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ