Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড় ধসে আর একটিও জীবনহানি চাই না -মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পাহাড় ধসের মতো প্রাকৃতিক দূর্যোগে আমরা বিগতবারের মতো এবার আর একটিও প্রাণহানি চাইনা উল্লেখ করে পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসবাসরত বাসিন্দাদেরকে আসন্ন বর্ষা মৌসুমে নিরাপদ জায়গায় চলে যাওয়ার আহবান জানিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ঝুকিপূর্ন স্থানে বসবাসরতদের জানমাল রক্ষার্থে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আপনাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখা হবে।
আসন্ন বর্ষা মৌসুমে পার্বত্য জেলা রাঙামাটিতে সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় রাঙামাটি জেলা প্রশাসকের কাছে ৩শ মেট্রিক টন খাদ্য শস্য, ৫শ বান্ডিল ঢেউটিনসহ নগদ ২০ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়ে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, বিগত বছরের ন্যায় এবছর যাতে করে পাহাড় ধসের মতো প্রাকৃতিক দূর্যোগে আর কোনো প্রাণহানির ঘটনা নাঘটে এবং জানমালের ক্ষতি থেকে পাহাড়বাসীকে রক্ষায় আগাম প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এই কার্যক্রমকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসককে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, আমরা প্রাকৃতিক দূর্যোগ বিশেষ করে পাহাড় ধসের মতো দূর্যোগে আর একটিও প্রাণহানি হোক সেটা চাইনা। তাই এবার আসন্ন বর্ষা মৌসুমের আগেই সম্পূর্নরূপে পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে ত্রাণ মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ