প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জেফ ওয়াডলো পরিচালিত হরর ফিল্ম ‘ট্রুথ অর ডেয়ার’। ‘ক্রাই উল্ফ’ (২০০৫), ‘নেভার ব্যাক ডাউন’ (২০০৮), ‘কিক-অ্যাস টু’ (২০১৩) এবং ‘ট্রু মেমোয়ারস অফ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাসাসিন’ (২০১৬) ওয়াডলো পরিচালিত চলচ্চিত্র।
মেক্সিকোতে ছুটি কাটাবার এক পর্যায়ে একদল বন্ধু ট্রুথ অর ডেয়ার খেলা শুরু করে। সাধারণ এই খেলায় কারও কোনও ক্ষতি হবার। অলিভিয়াকে (লুসি হেইল) সহজ শিকার ভেবে কার্টার (ল্যান্ডন লিবয়রন) ভয়ানক এই খেলার সূচনা করে। কার্টার অলিভিয়ার মাধ্যমে তার বন্ধুদের খেলায় অংশ নেয়ার জন্য সংগ্রহ করে। তাদের খেলায় অংশগ্রহণ করাতে রাজি করান মানেই তার প্রাণ রক্ষা পাবে। খেলা ছেড়ে বেরিয়ে যাবার সময় সে অলিভিয়াকে সতর্ক করে জানায় যাই ঘটুক না কেন খেলা তাদের অনুসরণ করবে। তারা যদি বাঁচতে চায় তাহলে খেলায় নিয়ম মেনে হয় নিজের সম্পর্কে একটি সত্য কথা বলতে হবে না হয় প্রতিটি ঝুঁকির কাজ সম্পন্ন করতে হবে। তারা নিজ নিজ বাড়ি ফিরে আসে। এরপরই শুরু হয় রহস্যময় সব ঘটনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।