রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুনকে সংগঠন থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ কার্যালয় তারা এ সমাবেশ করেন। উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাসেল শেখের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি শামীম দাড়িয়া, জুয়েল মুন্সি, রেজোয়ান মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক আরিফ শেখ, অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক, মতিয়ার রহমান, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম সরদার, দপ্তর সম্পাদক কাজী সজিব, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারন সম্পাদক আলী উজ্জামান জামীর, কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি রাজু তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ প্রমুখ। বক্তারা তাকে মানসিক বিকারগ্রস্থ মনে করে বঙ্গবন্ধুর হাতে গড়া প্রাণপ্রিয় সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করার অযোগ্য বলে দ্রæত তার অপসারনের দাবি জানান। এর আগে ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন তার ফেসবুক স্ট্যাটাসে নিজে দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে নিজেই নিজেকে বহিস্কার করলাম, আজ থেকে আমি আর কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি পদে নেই, আশা করি জেলার সুযোগ্য নেতৃত্বে দ্রæত সময়ে উপজেলা ছাত্রলীগের একজন ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করবেন বলে মতামত প্রকাশ করেন। সভাপতিকে অপসারণের দাবিতে গত শনিবারও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ নেতারা। এদিকে সভাপতিকে অপসারণ না করা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা। এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদের মোবাইলে একাধিক কল করেও তাকে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।