Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ৯ স্বর্ণের বারসহ আটক ২

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড একলাকায় দূরপাল্ল­ার যাত্রীবাহী একটি বাসে থানা পুলিশ তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে এক কেজি ৪৮ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বামনিকাঠি গ্রামের নির্মল হাওলাদারের ছেলে দীপঙ্কর হাওলাদার (২৩) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানা সদরের সুকুমার ম-লের ছেলে বাদল ম-ল (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর হোসেন, এসআই এনায়েত ও এএসআই জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘এসপি গোল্ডেন লাইন পরিবহন’ নামক দূরপাল্লার­ একটি যাত্রীবাস থামায়। পরে ওই পরিবহনের যাত্রী দীপঙ্কর ও বাদলের দেহ তল্ল­াশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে কোনো স্বর্ণ না পেয়ে হতভম্ব হয়ে যায় পুলিশ। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্কচটেপ দিয়ে মুড়িয়ে কনডমের ভিতর তিনটি (বাদলের পায়ুপথে) ও ছয়টি (দীপঙ্করের পায়ুপথে) স্বর্ণের বার বিশেষ কায়দায় পায়ুপথে ঢোকানো আছে বলে তারা জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধামরাইয়ে ৯ স্বর্ণের বারসহ আটক ২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ