রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড একলাকায় দূরপাল্লার যাত্রীবাহী একটি বাসে থানা পুলিশ তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে এক কেজি ৪৮ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বামনিকাঠি গ্রামের নির্মল হাওলাদারের ছেলে দীপঙ্কর হাওলাদার (২৩) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানা সদরের সুকুমার ম-লের ছেলে বাদল ম-ল (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর হোসেন, এসআই এনায়েত ও এএসআই জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘এসপি গোল্ডেন লাইন পরিবহন’ নামক দূরপাল্লার একটি যাত্রীবাস থামায়। পরে ওই পরিবহনের যাত্রী দীপঙ্কর ও বাদলের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে কোনো স্বর্ণ না পেয়ে হতভম্ব হয়ে যায় পুলিশ। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্কচটেপ দিয়ে মুড়িয়ে কনডমের ভিতর তিনটি (বাদলের পায়ুপথে) ও ছয়টি (দীপঙ্করের পায়ুপথে) স্বর্ণের বার বিশেষ কায়দায় পায়ুপথে ঢোকানো আছে বলে তারা জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।