রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উপায়ান্তর না দেখে স্বামী শাহিনুরের বিরুদ্ধে মামলা করেও লিপি বিচার পাচ্ছে না। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কলিমাজানী এলাকার মো.হযরত আলীর ছেলে লিপির স্বামী শাহীনুর রহমান (২৮) বিচারিক আদালতে হাজির হচ্ছে না। মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। জানা গেছে, ০৪/০৯/২০১৫ইং তারিখে এক লাখ পাঁচ হাজার এক টাকা দেনমোহর ধার্য করে মির্জাপুর উপজেলার কলিমজানী এলাকার হযরত আলীর ছেলে শাহীনুর রহমান এর সাথে একই উপজেলার রাজাবাড়ী বংকুরতলা এলাকার মো.পন্ডিত আলীর মেয়ে মোসা.লিপি আক্তার(১৯) এর বিবাহ হয় । বিবাহের পর থেকেই শাহীনুর ও তার পরিবার এক লাখ টাকা যৌতুক দাবী করে রিপিকে শারীরিক নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না পাওয়ায় লিপিকে তার শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়ি বিদায় করে দেয়। উপায়ান্তর না দেখে লিপি আক্তার বাদী হয়ে যৌতুক বিরোধ আইনের ০৪ ধারায় গত ২২/১১/২০১৬ইং তারিখে মোকাম টাঙ্গাইলের মির্জাপুর থানা আমলী আদালত এ মামলা (নং সি আর ৪০৩/১৬) দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই মামলার প্রধান আসামী লিপির স্বামী শাহীনুর রহমান পলাতক রয়েছে। আসামী শাহিনুরকে আগামী ৩০/০৪/২০১৮ইং তারিখে আমলী আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞ বিচারক নির্দেশ দিয়েছেন। আসামী হাজির না হওয়ায় বিচার না পেয়ে লিপি নিদারুন কষ্টে দিনাতিপাত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।